যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে দীর্ঘদিন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্ট ১৯৪৫ সালে স্থাপিত হয়। উক্ত ট্রাস্টের গঠনতন্ত্র অনুযায়ী ২০০৯ ইং সালে বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়।
২০০৯ সালে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্ট এর সভাপতি শ্রী শ্যামল সরকার মহোদয় ও এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তির প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সভায় শ্রী শ্যামল সরকার মহোদয় কলেজের নাম প্রস্তাব করেন বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
সরকারি বিধি মোতাবেক কলেজের জন্য বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্ট এর ৬৫ শতক জমি প্রদান করেন যার উপর একাডেমিক ও প্রশাসনিক ভবন ২টি স্থাপন করা হয়। ভবনগুলি ২টি গেট সমন্বয়ে বাউন্ডারী ওয়াল দ্বারা বেষ্ঠিত। প্রতিষ্ঠানটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সুসাহিত্যক মনোজ বসু, মহানায়ক ধীরাজ ভট্টাচার্য্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রধান উদ্যোক্তা প্রয়ত সফল শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক মহোদয়দের পদচারনার ভুমি যা হরিহর নদীর তীরে প্রতিষ্ঠিত। অত্র প্রতিষ্ঠানে ৫টি ট্রেড সম্বলিত এইচ এস সি (বিএমটি) কোর্স পরিচালিত। এখানে শেখরাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। এছাড়া অত্র প্রতিষ্ঠানের বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা মেয়াদী পরীক্ষার কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠান টি সুন্দর ভাবে পরিচালনার জন্য প্রথম নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ উদাস কান্তি বিশ্বাস কে দায়িত্ব অর্পন করা হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকা বরাবর পাঠদানের অনুমতির জন্য আবেদন করলে ৭ জুন ২০১০ তারিখে কলেজের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি প্রদান করে।